সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নয়াপল্টনে বোম ডিস্পোজাল ইউনিট 

নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে বোম ডিস্পোজাল ইউনিট 

রাজধানীর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে নয়াপল্টনে বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিআইডির বোম ডিস্পোজাল ইউনিট অবস্থান নিয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর দুইটায় তারা সেখানে আসেন।

তারা কার্যালয়ের চতুর্দিকে হলুদ রশি দিয়ে ঘেরাও করে রেখেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আশপাশের এলাকায় তারা তল্লাশি চালাবেন কোথাও কোন অবিস্ফোরিত বোমা রয়েছে কিনা।

এদিকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনের দুই রাস্তায় নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ দুটি রাস্তা চলাচলের জন্য জনসাধারণের জন্য নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আশপাশের মার্কেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বিএনপির কেন্দ্রীয় অফিসের আশপাশে দোকান মার্কেট ব্যাংক এখনো বন্ধ দেখা যাচ্ছে। শুধুমাত্র পরিচয়পত্র প্রদর্শনে পরীক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের চলাচলের শিথিল করা হয়েছে।

টিএইচ